Wellcome to National Portal

প্রানবন্ত সবকিছুই পানি থেকে সৃষ্টি করা হয়েছে। আল-কুরআন (২১ঃ৩০)

Main Comtent Skiped

Protective Work along the right bank of Surma River at Dowarabazar Upazila Complex, Laxmibaor and Betura in Upazila Dowarabazar and Chhatak in Sunamganj District

১।       প্রকল্পের নাম               :         সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও ছাতক উপজেলার আওতাধীন সুরমা নদীর ডানতীরে অবস্থিত দোয়ারাবাজার উপজেলা পরিষদ কমপ্লেক্স, লক্ষীবাউর ও বেতুরা এলাকায় নদীতীর সংরক্ষণ


২।       উদ্যোগী মন্ত্রণালয়/সংস্থা :         মন্ত্রণালয়                            :         পানি সম্পদ মন্ত্রণালয়,

           বাস্তবায়নকারী সংস্থা                                                          :         বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

৩।      প্রকল্পের মূল উদ্দেশ্য ও সংক্ষিপ্ত বর্ণনাঃ

(ক)     প্রকল্পের মূল উদ্দেশ্যঃ

১। দোয়ারাবাজার উপজেলা পরিষদ কমপ্লেক্স ও তৎসংলগ্ন এলাকা, লক্ষীবাউর এবং বেতুরা এলাকায় ৩.২৭ কিমি নদী ভাঙ্গন থেকে রক্ষা করা।

২। সরকারী-বেসরকারী গুরুত্বপূর্ণ ভবন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাজার ও দোকানপাট, মসজিদ, মাদ্রাসা এবং পাকা রাস্তা সহ আনুমানিক ১৬২০.২৯ কোটি টাকার সম্পদ রক্ষা করা।

৩। ১৮.০০ কিঃমিঃ নদী ড্রেজিং এর মাধ্যমে নদীর প্রবাহ ক্ষমতা, নাব্যতা ও সেচ সুবিধা বৃদ্ধি করা।

৪। প্রকল্প এলাকায় বসবাসরত দুঃস্থ পরিবারগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নতি সাধন।


(খ)      প্রাক্কলিত ব্যয়    :         ১৯১৬৭.২৩ লক্ষ টাকা  (জিওবি অনুদান)।

(গ)      বাস্তবায়নকাল    :         জানুয়ারি ২০২০ হতে  জুন ২০২৩  পর্যন্ত।


(ঘ)      প্রকল্প এলাকা     :         বিভাগ             জেলা                        উপজেলা       

                                             সিলেট           সুনামগঞ্জ          দোয়ারাবাজার ও ছাতক


(ঙ)      প্রকল্পের অঙ্গসমূহ ও ব্যয় বিভাজনঃ                                                                (লক্ষ টাকায়)

ক্রঃ নং

কাজের বিবরণ

অনুমোদিত ডিপিপি অনুযায়ী

পরিমাণ

ব্যয় *

(ক)

রাজস্বঃ 

থোক

৫৩.০০

(খ)

মূলধনঃ- 




নির্মাণ ও পূর্তঃ




নদী ড্রেজিং কাজ (৪৮.৬৩ লক্ষ ঘন মি.)

১৮.০০ কি.মি.

৯৭৫১.৯৪


নদী তীর সংরক্ষণ কাজ

৩.২৭ কি.মি.

৯২৩১.৪৯


অন্যান্য


১১০.৮০


উপমোট (মূলধন ব্যয়)=

১৯০৯৪.৪৯


মোট ব্যয় (রাজস্ব ব্যয়+মূলধন ব্যয়)=

১৯১৪৭.২৩


(ফিজিক্যাল+প্রাইস কন্টেজেন্সী) থোক= 

২০.০০


সর্বমোট প্রকল্প ব্যয় (+) = 

১৯১৬৭.২৩