১। প্রকল্পের নাম : সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও ছাতক উপজেলার আওতাধীন সুরমা নদীর ডানতীরে অবস্থিত দোয়ারাবাজার উপজেলা পরিষদ কমপ্লেক্স, লক্ষীবাউর ও বেতুরা এলাকায় নদীতীর সংরক্ষণ
২। উদ্যোগী মন্ত্রণালয়/সংস্থা : মন্ত্রণালয় : পানি সম্পদ মন্ত্রণালয়,
বাস্তবায়নকারী সংস্থা : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
৩। প্রকল্পের মূল উদ্দেশ্য ও সংক্ষিপ্ত বর্ণনাঃ
(ক) প্রকল্পের মূল উদ্দেশ্যঃ
১। দোয়ারাবাজার উপজেলা পরিষদ কমপ্লেক্স ও তৎসংলগ্ন এলাকা, লক্ষীবাউর এবং বেতুরা এলাকায় ৩.২৭ কিমি নদী ভাঙ্গন থেকে রক্ষা করা।
২। সরকারী-বেসরকারী গুরুত্বপূর্ণ ভবন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাজার ও দোকানপাট, মসজিদ, মাদ্রাসা এবং পাকা রাস্তা সহ আনুমানিক ১৬২০.২৯ কোটি টাকার সম্পদ রক্ষা করা।
৩। ১৮.০০ কিঃমিঃ নদী ড্রেজিং এর মাধ্যমে নদীর প্রবাহ ক্ষমতা, নাব্যতা ও সেচ সুবিধা বৃদ্ধি করা।
৪। প্রকল্প এলাকায় বসবাসরত দুঃস্থ পরিবারগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নতি সাধন।
(খ) প্রাক্কলিত ব্যয় : ১৯১৬৭.২৩ লক্ষ টাকা (জিওবি অনুদান)।
(গ) বাস্তবায়নকাল : জানুয়ারি ২০২০ হতে জুন ২০২৩ পর্যন্ত।
(ঘ) প্রকল্প এলাকা : বিভাগ জেলা উপজেলা
সিলেট সুনামগঞ্জ দোয়ারাবাজার ও ছাতক
(ঙ) প্রকল্পের অঙ্গসমূহ ও ব্যয় বিভাজনঃ (লক্ষ টাকায়)
ক্রঃ নং |
কাজের বিবরণ |
অনুমোদিত ডিপিপি অনুযায়ী |
|
পরিমাণ |
ব্যয় * |
||
(ক) |
রাজস্বঃ |
থোক |
৫৩.০০ |
(খ) |
মূলধনঃ- |
|
|
|
নির্মাণ ও পূর্তঃ |
|
|
|
নদী ড্রেজিং কাজ (৪৮.৬৩ লক্ষ ঘন মি.) |
১৮.০০ কি.মি. |
৯৭৫১.৯৪ |
|
নদী তীর সংরক্ষণ কাজ |
৩.২৭ কি.মি. |
৯২৩১.৪৯ |
|
অন্যান্য |
|
১১০.৮০ |
|
উপমোট (মূলধন ব্যয়)= |
১৯০৯৪.৪৯ |
|
|
মোট ব্যয় (রাজস্ব ব্যয়+মূলধন ব্যয়)= |
১৯১৪৭.২৩ |
|
|
(ফিজিক্যাল+প্রাইস কন্টেজেন্সী) থোক= |
২০.০০ |
|
|
সর্বমোট প্রকল্প ব্যয় (ক+খ) = |
১৯১৬৭.২৩ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস