সাম্প্রতিক অর্জনসমূহ
হাওরে ডুবন্ত বাঁধ মেরামত/পুনরাকৃতিকরণঃ
২০১৯-২০ অর্থ বছরে অনুন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় সিলেট পওর সার্কেল, বাপাউবো, সিলেট-এর অধীন ২ (দুই) জেলার মধ্যে সুনামগঞ্জ জেলায় বাপাউবোর্ডের ব্যবস্থাপনাভুক্ত মোট ৩৭ টি হাওরসহ অন্যান্য হাওর উপ-প্রকল্পসমূহরে ডুবন্ত বাঁধ পুনরাকৃতকিরণ/ পুনঃনর্মিান/ ব্রীচ ক্লোজিং/ বিকল্প বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকাররে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ এর আলোকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করে প্রায় ৬২৮.৫২৯ কি.মি. ডুবন্ত বাঁধ মেরামত কাজ বাস্তবায়িত হয়েছে। তন্মধ্যে সুনামগঞ্জ পওর বিভাগ-১ এর আওতায় ৩৩৭.৮৪১ কি.মি. এবং সুনামগঞ্জ পওর বিভাগ-২ এর আওতায় ২৯০.৬৮৮ কি.মি. কাজ বাস্তবায়ন করা হয়েছে। সুনামগঞ্জ জেলায় হাওররে ডুবন্ত বাঁধের ১৩৫ টি স্থানে (৭.৮২০ কি.মি. দৈর্ঘ্যে) ভাঙ্গন বন্ধকরণ (Breach closing)/ Closure) নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও সিলেট জেলায় ৫.০০ কি.মি. ডুবন্ত বাঁধ পুনরাকৃতিকরণ কাজ সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য যে, সুনামগঞ্জে ৪৮টি হাওরে প্রায় ৫৩২.৩৯৩ কিলোমিটার দৈর্ঘ্যে বাঁধ মেরামত ও ক্লোজার নির্মাণ কাজের জন্যে ২০২১-২২ অর্থ বছরে ১১ টি উপজেলা জুড়ে ৭২৪ টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) -এর মাধ্যমে কাজ বাস্তবায়নের কর্মসূচি ও কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ১০শে মার্চ, ২০২২ খ্রি. তারিখের মধ্যে সবগুলো পিআইসির মাটির কাজ শতভাগ সমাপ্ত করা সম্ভব হয়েছে এবং এর মধ্যে ১৩০ টি ক্লোজার নির্মাণের কাজের মাটির কাজও শতভাগ সমাপ্ত করা হয়েছে।
হাওরের ফসল রক্ষাঃ
সিলেট ও সুনামগঞ্জ জেলায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করে প্রতি বছর পিআইসি’র মাধ্যমে হাওরে স্কীমভিত্তিক ডুবন্ত বাঁধ মেরামত ও পুনরাকৃতিকরণ কাজ বাস্তবায়নের ফলে একদিকে আগাম বন্যা হতে হাওরের একমাত্র বোরো ফসল রক্ষা করা সম্ভব হয়েছে এবং অন্যদিকে বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। হাওরের কৃষকেরা নির্বিঘ্নে বোরো ফসল ঘরে তুলতে পারছেন এবং জীবনমানের ব্যাপক উৎকর্ষ সাধিত হয়েছে।
নদীতীর সংরক্ষণ ও নদী খনন কাজঃ
নদ-নদীর নাব্যতা বৃদ্ধি, তীরবর্তী জনপদে বন্যার প্রকোপ হ্রাস এবং নদীতে জাগ্রত ডুবোচর অপসারণের মাধ্যমে নদীতীরে ভাঙ্গন ঝুঁকি হ্রাসকল্পে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আক্রান্ত স্থানসমূহে নদীতীর সংরক্ষণ ও নদী খনন/পুনঃখনন কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থ বছরে সিলেট পওর সার্কেলাধীন সুনামগঞ্জ পওর বিভাগ-১ এর আওতায় ০.২৪৮ কি.মি., সুনামগঞ্জ পওর বিভাগ-২ এর আওতায় ০.৫০০ কি.মি. এবং সিলেট পওর বিভাগ এর আওতায় ০.৩৬০ কি.মি. নদী তীর সংরক্ষণ কাজ সম্পন্ন করা হয়। ড্রেজারেরে মাধ্যমে সুনামগঞ্জ জেলায় ১.০০ কি.মি. (আংশিক) নদী পুনঃখনন কাজ এবং এক্সকাভেটরের মাধ্যমে সুনামগঞ্জ পওর বিভাগ-১ এর আওতায় ৪.০০ কিঃ মিঃ নদী পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হয়। এছাড়াও সুনামগঞ্জ জেলায় ৩৩.৫০ কিঃ মিঃ খাল পুনঃখনন কাজ সম্পন্ন করা হয়।
২০২১-২২ অর্থ বছরের ২য় কোয়ার্টার পর্যন্ত সিলেট জেলায় এক্সকাভেটরের মাধ্যমে ২৮.৫০ কি.মি. নদী পুঃখনন ও ০.১৫০ কি.মি. নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। সুনামগঞ্জ জেলায় ৩.৩৪৫ কি.মি. নদী খনন/পুনঃ খনন ও ৩.০০ কি.মি. (আংশিক) খনন কাজ বাস্তবায়ন করা হয়েছে।
এ ছাড়াও
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস