Wellcome to National Portal

প্রানবন্ত সবকিছুই পানি থেকে সৃষ্টি করা হয়েছে। আল-কুরআন (২১ঃ৩০)

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিলেট জেলার সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলায় দশগ্রাম, মাহতাবপুর ও রাজাপুর পরগণা বাজার এলাকা সুরমা নদীর উভয় তীরের ভাঙ্গন হতে রক্ষা প্রকল্প।

১।       প্রকল্পের নাম               :         সিলেট জেলার সিলেট সদর  বিশ্বনাথ উপজেলায় দশগ্রামমাহতাবপুর  রাজাপুর পরগণা বাজার এলাকা সুরমা নদীর উভয় তীরের ভাঙ্গন হতে রক্ষা” শীর্ষক প্রকল্প।


২।       উদ্যোগী মন্ত্রণালয়/সংস্থা :         মন্ত্রণালয়                            :         পানি সম্পদ মন্ত্রণালয়,

বাস্তবায়নকারী সংস্থা      :        বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

৩।      প্রকল্পের মূল উদ্দেশ্য ও সংক্ষিপ্ত বর্ণনাঃ

(ক)     প্রকল্পের মূল উদ্দেশ্যঃ

১। সুরমা নদীর উভয় তীরে ১৬৫০ মিটার প্রতিরক্ষা কাজের (৫টি ঘাটলাসহ) মাধ্যমে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের নদী ভাঙ্গনকবলিত এলাকার  এবসতবাড়ী, সড়ক, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও এতিমখানা, মসজিদ ইত্যাদি সুরমা নদী-ভাঙ্গন হতে রক্ষা করা। যার অর্থনৈতিক মূল্য প্রায় ৮০,০৮৫ লক্ষ টাকা।

২। কৃষি-মৎস্য ও শিল্প উৎপাদন অব্যাহত রাখা এবং স্থানীয় বাসিন্দাগণের জীবন-জীবিকা সুরক্ষিত রাখা।

৩। স্থানীয় জনগণের আর্থ-সামাজিক অগ্রগতি অর্জনের বর্তমান ধারা বজায় রাখা।

৪। প্রকল্প বাস্তবায়ন কাজে সমাজের দরিদ্র শ্রেণীর জন্য বিশেষতঃদিনমজুর, স্বামী পরিত্যক্তা, বিধবা মহিলাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি করা।


(খ)      প্রাক্কলিত ব্যয়    :         ১২০৮১.৬৫ লক্ষ টাকা   (জিওবি অনুদান)।

(গ)      বাস্তবায়নকাল    :         জানুয়ারি, ২০২০ হতে  জুন, ২০২২ পর্যন্ত।

(ঘ)      প্রকল্প এলাকা     :         বিভাগ            জেলা                    উপজেলা       

                                              সিলেট            সিলেট            সিলেট সদর  বিশ্বনাথ


(ঙ)      প্রকল্পের অঙ্গসমূহ ও ব্যয় বিভাজনঃ                                                                (লক্ষ টাকায়)

ক্রঃনং

কাজের বিবরণ

সংখ্যা পরিমাণ

প্রাক্কলিত ব্যয়

ক)

রাজস্ব ব্যয়ঃ

থোক

২৪১.০০

খ)

মূলধন খাতঃ

 

 


নির্মাণ  পূর্ত




প্রতিরক্ষা কাজ (৫টি ঘাটলাসহ)

১৬৫০ মিটার

৫৩৬৮.৭০


সুরমা নদী ড্রেজিং

৪০.৭৫ লক্ষ ঘ.মি

৬৩০৬.৯৫


অন্যান্য


৬৫.০০

 

মূলধন খাতের উপমোটঃ

 

১১৭৪০.৬৫

গ)

ফিজিক্যাল কন্টিনজেন্সি

-

৫০.০০

ঘ)

প্রাইস কন্টিনজেন্সি

-

৫০.০০

 

সর্বমোট ব্যয় (ক+খ+গ+ঘ):

 

১২০৮১.৬৫